টাঙ্গাইলে বাস-কোচ শ্রমিকদের মাঝে চাল বিতরণ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:২১ পিএম, সোমবার, ৩ মে ২০২১ | ৫১৯

টাঙ্গাইলে করোনায় দ্বিতীয় ঢেউ এর পরিস্থিতিতে লকডাউনে কর্মহীন টাঙ্গাইল জেলা বাস-কোচ শ্রমিকদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৩ মে) সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের শ্রমিকদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলা  নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন উপস্থিত থেকে প্রায় ১২’শ শ্রমিকের মাঝে এ চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিশনার (ভুমি) মো. খায়রুল ইসলাম।

উল্লেখ্য দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে গত ১৪ এপ্রিল এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেয় সরকার। এরপর এক সপ্তাহ করে বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। বর্তমানে তৃতীয় সপ্তাহ চলছে। আগামী বুধবার (৫ মে) চলমান বিধিনিষেধ শেষ হওয়ার কথা।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর মাত্র দুই মাসের ব্যবধানে শতাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের ১০ দিন পর মৃত্যুর খবর জানায় সরকার। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশ ৩৩তম এবং মৃতের সংখ্যায় ৩৭তম অবস্থানে রয়েছে।