নন্দীগ্রামে ২২২ পিচ ইয়াবা সহ গ্রেফতার ২


বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২২ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই এনামুল ও এসআই খোকন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৫নং ইউনিয়নের ভাটগ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আব্দূল জলিলের ছেলে রায়হান(৩২) কে ১৭০ পিচ ইয়াবাসহ আটক করে।
অন্যদিকে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৩) কে ৫২ পিচ ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে। থানার ওসি মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।