ছানোয়ার এমপির পুনরায় হট লাইন সেবা চালু

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ১১:১৪ এএম, বুধবার, ২১ এপ্রিল ২০২১ | ২২৩৬

বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃতের তালিকা। মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনও আতঙ্কে বিশ্ববাসী।

বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুতে সরকার থেকে কঠোর লকডাউন ঘোষণা করে গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। নতুন মেয়াদেও এই নির্দেশনা কার্যকর থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণরোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। এই প্রেক্ষাপটে রোববার (১৮ এপ্রিল) ৩১তম সভায় সংক্রমণরোধে আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’ আরোপের সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। লকডাউনের মেয়াদ বাড়াতে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেখানে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

এই কঠোর লকডাউন ঘোষণার ফলে এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

এই করোনার দ্বিতীয় ঢেউ শুরুতে আবারও জনগণের পাশে দাঁড়ালেন ছানোয়ার হোসেন এমপি।

ছানোয়ার এমপি টাঙ্গাইল সদর উপজেলায় অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে এবং জনসাধারণ এর মধ্যে যারা লাইনে দাড়িয়ে বা জনসম্মুখে খাদ্য সামগ্রী গ্রহণ করতে সংকোচবোধ করেন তাদের নাম সম্পূর্ন গোপন রেখে প্রত্যেকের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্য পুনরায় হট লাইন সেবা চালু করেছেন।

এই হট লাইন সেবায় পরিচালনায় রয়েছে টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগ।হট লাইনে কল করলেই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি। আর এই হট লাইন সেবা চালু হচ্ছে আগামীকাল থেকে।

হট লাইন নম্বর হচ্ছে-

০১৭২৩-৪১২৭৫৮ ০১৮২২৪৪০০৮৮ ০১৭৩৫০২৪২৯৪ ০১৭৩৪০৯৪৯৪৩ ০১৬২০৫২২২৮০

টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন এমপি বলেন করোনাভাইরাসের সংক্রমণরোধে কঠোর লকডাউন শুরু থেকে পর্যায়ক্রমে টাঙ্গাইল সদর উপজেলায় ত্রাণ সামগ্রী দেওয়া শুরু হয়েছে। সদর উপজেলার পাশাপাশি টাঙ্গাইল পৌরসভায় চলমান লকডাউনে প্রকৃত কর্মহীন,অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী হট লাইনের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য করোনার প্রথম ঢেউএ “করোনা ভাইরাস” প্রতিরোধ ও সচেতনতায় টাঙ্গাইল সদর উপজেলায় ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ছানোয়ার হোসেন।