অবৈধ স্থাপনায় ঢেকে গেছে ভাসানী বিশ্ববিদ্যালয়ে, নীরব কর্তৃপক্ষ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:৫৯ পিএম, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ | ৫৪৫

অবৈধভাবে গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক স্থাপনায় ঢেকে গেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে অবৈধ এ সব স্থাপনা বন্ধে কর্তৃপক্ষের নীরবতায় দেখা দিয়েছে স্থানীয় জনমনে নানা প্রশ্ন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হওয়াসহ আইন শৃঙ্খলা অবনতির শঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।

দেখা গেছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখের প্রথম গেইট থেকে দ্বিতীয় গেইট পর্যন্ত দীঘির উপর অবৈধ ভাবে গড়ে উঠেছে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন ধরণের বাণিজ্যিক স্থাপনা। এখনও চলছে নতুন বেশ কিছু স্থাপনা গড়ে তোলার কার্যক্রম।

স্থানীয়দের অভিযোগ, সন্তোষ এলাকায় বসবাসকারী প্রভাবশালীরাই এ স্থাপনা নির্মাণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সামনে যাদের বাসা বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তারাই এই দোকান গুলো নির্মাণ করেছেন। এদের কেউ কেউ আবার দোকান নির্মাণ করে দুই-তিন লাখ টাকায় বিক্রিও করেছেন। বিশ্ববিদ্যালয়ের সামনে এভাবে দোকান নির্মাণ হওয়ায় যেমন নষ্ট হয়েছে এর সৌন্দর্য, তেমনি নষ্ট হবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার পরিবেশ বলেও মনে করছেন তারা।

দোকান নির্মাণকারী স্থানীয় মোজাম্মেল হক বলেন, আমি প্রায় পঞ্চাশ বছর যাবৎ সরকারি জমির উপর ব্যবসা করে আসছি। এলাকার অনেকেই বিশ^বিদ্যালয়ের সামনে দোকান দিয়ে ব্যবসা শুরু করায় আমিও নয় ফুট জমির উপর একটি দোকান নির্মাণ করেছি। দোকান নির্মাণে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ কোন বাঁধা প্রয়োগ করেননি। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন টাকা নিয়েছে কিনা সেটিও তার জানা নেই। তবে এখানে প্রায় অর্ধশতাধিক দোকান নির্মাণ হয়েছে বলেও জানান তিনি।

সুমন পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনেই আমাদের বাসা বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাই বাইরের লোকজন এসে বিশ্ববিদ্যালয়ের সামনে যেন দোকান পাঠ না করতে পারে সে জন্যই আমি দোকানটি নির্মাণ করেছি।

মুঠোফোনে অবৈধ দোকান নির্মাণকারী শাহিনুর রহমান খান বলেন, বিশ^বিদ্যালয়ের সামনেই আমার বাণিজ্য ভান্ডার নামের একটি দোকার আছে। এছাড়াও বিশ^বিদ্যালয় পুকুরের উপর দশ ফুট জমিতে আমি আরো একটি দোকান নির্মাণ করেছি।

স্থানীয় ব্যবসায়ি মিঠু বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে এভাবে দোকান গড়ে উঠায় ঢাকা পরে গেছে বিশ্ববিদ্যালয়েটি। চোখে পরছে না বিশ্ববিদ্যালয়। করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় রাতারাতিই দোকান গুলো নির্মাণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সব দোকান নির্মাণের বিষয়ে কিছু জানেন কিনা সেটি তার জানা নেই।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. আলাউদ্দিন বলেন, যথাযথ কর্তৃপক্ষকে এ ব্যাপারে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। তারা এসেও পরিদর্শন করে গেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন বলে জানান তিনি।