পঞ্চগড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ এএম, সোমবার, ৯ জুলাই ২০১৮ | ৪২৪

পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৮ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলার মালিগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে ওই এলাকার সমির উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামলে বাবুল মিয়া অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে মাহবুব নামলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ট্যাংকেটির মুখ অনেক দিন বন্ধ থাকায় এ বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।