টাঙ্গাইলে রেজিস্ট্রেশনবিহীন ঔষধ উৎপাদনের দায়ে বিটাসকে ১ লাখ টাকা জরিমানা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, রোববার, ১৮ এপ্রিল ২০২১ | ৫৪২

রেজিস্ট্রেশনবিহীন ঔষধ (ট্যাবলেট) উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) এর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে রেজিস্ট্রেশনবিহীন ঔষধ (ট্যাবলেট) উৎপাদন করার অপরাধে মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) প্রতিষ্ঠানের মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) নামের একটি প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশনবিহীন ঔষধ (ট্যাবলেট) উৎপাদন করা হচ্ছে। নিশ্চিত হয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

রেজিস্ট্রেশনবিহীন ঔষধ (ট্যাবলেট) উৎপাদনের অপরাধে মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) প্রতিষ্ঠানের অভিযুক্ত মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন ঘাটাইল উপজেলার বীর ঘাটাইল গ্রামের মো. রফিজ উদ্দিনের ছেলে।