টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুর্ষধ চুরি

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:১৮ পিএম, রোববার, ১৮ এপ্রিল ২০২১ | ৫৫৯
নিরাপত্তা প্রহরী না থাকায় টাঙ্গাইল শহরের প্যারাডাইসপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে দুর্ধষ চুরি হয়েছে। মুক্তিযোদ্ধাদের ধারণা গত কয়েক দিন যাবত চোর চক্রটি কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করে বিভিন্ন জিনিস পত্র চুরি করে নিয়ে যায়।
 
রোববার (১৮ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. মারিয়াম খাতুন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচ তলার পূর্ব পাশের কাঠের দরজা কেটে কেচিগেট এবং গøাসের দরজার দুটি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ৪৫ টি চেয়ার, ৫টি টেবিল, একটি প্রজেক্টর, ৩টি বিদ্যুতিক ফ্যান, পানির মোটর একটি ও ২৭টি পানির কল চুরি করে নিয়ে যায়। বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করলে তাদের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি জানান, ২০১৮ সালের ৭ আগস্ট মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক কমপ্লেক্সটি উদ্বোধন করেন। ওই সময়ে মুক্তিযোদ্ধা সংসদের কোন কমিটি না থাকায় জেলা প্রশাসক কমান্ডারের দায়িত্ব পালন করেন। বর্তমান সময় পর্যন্ত জেলা প্রশাসকই দায়িত্ব পালন করছেন। উদ্বোধনের পর থেকে নিরাপত্তা প্রহরী না থাকায় কমপ্লেক্সটি অরক্ষিত অবস্থায় ছিলো না।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। তাদের দেয়া সরকারের সহযোগিতা সামগ্রী এভাবে চুরি হওয়া মেনে নেওয়া যায় না। গত কয়েক দিন যাবত সংঘবদ্ধ চোরেরা চুরি করে আসছে। এক দিনে চুরি করা কখনও সম্ভব হয়নি। এটি একটি ন্যাক্কার জনক ঘটনা। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিসহ মালামাল উদ্ধারের দাবি জানাই।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় সাধারণ ডায়েরী করা হবে। পুলিশ তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে শনাক্ত করবে বলে তিনি জানান।’