মির্জাপুরে আলিমুনের খুনীকে গ্রেফতার ও ফাঁসীর দাবিতে মানববন্ধন


টাঙ্গাইলের মির্জাপুরে অন্যের ঝগড়া মেটাতে যাওয়া মির্জাপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী আলিমুল (৩২) হত্যাকারীর গ্রেপ্তার ও ফাঁসীর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাইমহাটী গ্রামবাসী।
শুক্রবার বেলা দুইটার দিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে গ্রামের শত শত নারী পুরুষ এই মানববন্ধন ও বিক্ষোভ করে।
মানববন্ধন চলাকালে আলিমুল হত্যার মুল আসামী সাব্বিরকে গ্রেফতার ও ফাঁসীর দাবিতে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আলিমুলের চাচা রফিকুল ইসলাম। তিনি বলেন আলিমুলের হত্যার ১০ দিন পেরিয়ে গেলেও ঘাতক সাব্বির এখনো গ্রেফতার হয়নি। তাকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসীর দাবী জানান তিনি।
উল্লেখ, গত ২৩ মার্চ বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাইমহাটী এলাকার যমুনা জেনারেল হাসপাতালের সামনে অজ্ঞাত এক দম্পতির ঝগড়া মিমাংসা করতে এগিয়ে যায় আলিমুল। এক পর্যায়ে সাব্বিরও সেখানে যায়। এরপর সাব্বির ও আলিমুলের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায় সাব্বির পাশের একটি চায়ের দোকান থেকে ছুরি এনে আলিমুলকে পেটে আঘাত করে চলে যায়।
স্থানীয়রা আলিমুলকে যমুনা হাসপাতালে নিয়ে গেলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার্ড করা হয়। ঢাকা নেওয়ার সময় পথিমধ্যে েেবলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রিজাউল হক বলেন, পরিচ্ছন্নতা কর্মী আলিমুল খুনের প্রধান আসামী সাব্বিরকে গ্রেফতার পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি গ্রামবাসীকে ধৈর্য্য ধরার আহবান জানিয়ে বলেন, অচিরেই সাব্বিরকে গ্রেফতার সম্ভব হবে।