খাশোগি হত্যায় সৌদি যুবরাজের বিচার নিয়ে বাইডেনের ঘোষণা আসছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, রোববার, ২৮ ফেব্রুয়ারী ২০২১ | ৪১৪
 
তুরস্কে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগিকে খুনের অপরাধে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের বিচার করা হবে কিনা তা সোমবার (০১ মার্চ) জানাবে বাইডেন প্রশাসন।


যুবরাজকে শাস্তি দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাইডেন বলেন, সৌদি আরবের সঙ্গে সাধারণভাবে যা করতে যাচ্ছি সে বিষয়ে সোমবার একটি ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণার বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তবে হোয়াইট হাউজের এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপের প্রত্যাশা করা হচ্ছে না।

ওই কর্মকর্তা বলেন, শুক্রবার( ২৬ ফেব্রুয়ারি) প্রশাসন একগুচ্ছ নতুন পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট সোমবারের যে ঘোষণার কথা বলেছেন তাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব পদক্ষেপের বিস্তারিত তুলে ধরতে পারে।


২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। তার মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন। শুরু থেকেই হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হচ্ছে। 

সূত্রঃ পার্স টুডে