শ্রীলঙ্কার মুসলমানরা এবার করোনায় মৃতদের কবর দিতে পারবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪১ পিএম, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ | ৩৭৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মুসলমানদের মরদেহ পুড়িয়ে ফেলার বিতর্কিত বাধ্যতামূলক আদেশ ছিল শ্রীলঙ্কায়। এবার সেই আদেশ প্রত্যাহার করে নিয়েছে দেশটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শ্রীলঙ্কা সফর থেকে ফেরার পর এ সিদ্ধান্তের কথা জানালো দেশটি। এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সভায় পাকিস্তানের সমর্থন চাইছে শ্রীলঙ্কা।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ শুরুর পর আক্রান্ত হয়ে মৃতদের দেহ পুড়িয়ে ফেলার ব্যাপারে বাধ্যবাধকতা জারি করে শ্রীলঙ্কা। সে দেশের সরকারের দাবি, করোনায় মৃতদের কবর দেওয়া হলে ভূগর্ভস্থ পানি ভাইরাসযুক্ত হয়ে পড়বে।

তবে সে দেশের সংখ্যালঘু মুসলমানদের ওপর এটি আঘাত হিসেবেই বিবেচনা করছিলেন সমালোচকরা। অনেকে বলেন, ইসলামে মরদেহ পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। অথচ করোনায় মৃত মুসলমানদের দেহ পুড়িয়ে ফেলার মধ্য দিয়ে এই ধর্মের প্রতি শ্রদ্ধাহীনতার বিষয় প্রকাশ পেয়েছে।

সূত্র: বিবিসি