বুরো বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে করোনার টিকা রেজিষ্ট্রেশন ও কার্ড বিতরণ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:৫২ পিএম, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ | ৪৯৫
বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশে উদ্যোগে বিনামূল্যে অনলাইনে করোনা ভাইরাসের টিকা রেজিস্ট্রেশন ও টিকা কার্ড দেওয়ার উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় টাঙ্গাইল বুরো হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম।
 
বুরো হাসপাতালের চেয়ারপারসন ডা. সাঈদা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বুরো হস্তশিল্পের পরিচালক রাহেলা জাকির, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, ডা. মোকলেছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

এ সময় বুরো বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।