টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৫ পিএম, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ | ৪২৪

করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে এ কন্ফারেন্স অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ে নির্দেশনা দেন।

এসময় জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক, সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক শহীদুল ইসলাম,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, সিভিল সার্জন ডা: মোহাম্মদ উয়াহেদুজ্জামানসহ সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।