টানা তৃতীয়বারের মতো সখীপুরে মেয়র নির্বাচিত হানিফ


টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
তিনি নৌকা প্রতীকে ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৪৪ ভোট। ২৮৯ ভোটের ব্যবধানে তিনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
বিজয়ী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, ‘জয়ের ব্যাপারে আমি আশাবাদী ছিলাম। ভোটাররা আমার কর্মের মূল্যায়ন ব্যালটের মাধ্যমে করেছেন। ৩য় মেয়াদেও আমি পৌরবাসীর স্বপ্ন পূরণে কাজ করবো।