মিঠাপুকুর এতিম উন্নয়ন ফাউন্ডেশনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


রংপুরে মিঠাপুকুর এতিম উন্নয়ন ফাউন্ডেশনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফারাবী প্রি-ক্যাডেট আইটি স্কুলের নবীন বরণ,শিক্ষা সামগ্রী বিতরণ,শিক্ষা বৃত্তি প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে এতিম শিক্ষার্থীদের পরিক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন করা হয়। মেধামূল্যায়ন শেষে বর্ণাঢ্য র্যালী ও আনন্দ শোভাযাত্রা বালুয়া বন্দর প্রদক্ষিণ করে।
মিঠাপুকুরের বালুয়া মাসিমপুরের বালুয়া বন্দরে এতিম উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরন্নবী মিয়ার সঞ্চলনায় বালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক গোলাম সরওয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন ভূইঁয়া।
অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে ছিলেন কারমাইকেল কলেজের আরবি ও ইসলামিক শিক্ষা বিভাগের সহযোগি অধ্যাপক শহীদুল ইসলাম নাঈম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম সরকার,বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমানসহ প্রমূখ। অনুষ্ঠানে মিঠাপুকুর এতিম উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদুল ইসলাম ফরিদ ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন।
এ সময় শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এতিম ফাউন্ডেশনের সর্বাধিক প্রচার করায় মিডিয়া পার্টনার হিসাবে কেটিভি বাংলার রংপুর প্রতিনিধি রুবেল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।