নাগরপুরে মাঠ দিবস পালিত


টাঙ্গাইলের নাগরপুরে রাজস্বখাতের অর্থায়নে বাস্তবায়িত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২০-২১ অর্থ বছরের সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের তিরছা বাজারে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার সিফাত-ই-জাহান। এতে স্বাগত বক্তব্য রাখেন আমিনুল রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইমরান হোসাইন শাকিল, ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকছেদুর রহমান রিপন সহ স্থানীয় কৃষক, ব্লক সুপারভাইজার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ আনোয়ার হোসেন।
এসময় বক্তারা বলেন, বারি সরিষা ১৪ এর ফলন স্থানীয় জাত টরি ৭ (মাঘি সরিষা) এর তুলনায় বিঘা প্রতি প্রায় ২ মণ বেশি হয়। আরো বলেন, বারি সরিষা ১৪ এর দানা বড় এবং দানাতে ৪৩-৪৪% তেল বিদ্যমান। বারি সরিষা ১৪ এর পাশাপাশি বারি সরিষা ১৭ ও জনপ্রিয় এবং উন্নত জাত যা এই এলাকায়ও চাষ করা হচ্ছে। জমি কমে যাচ্ছে তাই বাড়তি চাহিদা পূরণের জন্য যে কোন ফসলের উন্নত জাত চাষ করতে হবে। নিরাপদ খাবার খেতে হবে। সরিষার তেল দিয়ে সকল প্রকার রান্না করতে হবে।