টাঙ্গাইলে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ | ৪২২

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এস এম সিরাজুল হক আলমগীরের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার দুপুুুরে প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেয়র হিসেবে নির্বাচিত সকলের প্রত্যাশা পুরন করে সুন্দর একটি পৌরসভা গঠনের আহবান জানান সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ড. কামরুজ্জামান ও আতাউর রহমান আজাদ, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ রৌফ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন প্রমুখ।