করোনাঃ টাঙ্গাইলের ৪ কয়েদীকে মুক্তি দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৩ পিএম, শনিবার, ২ মে ২০২০ | ৮৯৯

করোনার কারণে কম সাজা পাওয়া চারজন কয়েদীকে টাঙ্গাইল জেলখানা থেকে মুক্তি দিয়েছে সরকার।

শনিবার তাদের মুক্তি দেওয়া হয়। টাঙ্গাইল জেলাখানা সূত্রে জানা যায়, দেশে করোনা ভাইরাসের কারণে অপেক্ষাকৃত লঘু অপরাধে কম সাজা পাওয়া কয়েদীদের সারা দেশে সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি জেলাতেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিভাগে মোট ২৯ জনকে মুক্তি দেয়া হবে। তারই অংশ হিসেবে আজ টাঙ্গাইল জেলখানা থেকে ৪ জনকে মুক্তি দেয়া হয়েছে। তারমধ্যে দুপুরে তিনজন মুক্তি পেয়ে  চলে গেছে।  বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল।

সেই জরিমানার টাকা দিয়ে আজ বিকেলে সে চলে গেছে বলে জানাযায়। মুক্তি পাওয়া কয়েদীদের মধ্যে কারো ৬ মাস থেকে এক বছরের জেল হয়েছিল। তারা সবাই চুরি ও মাদক মামলার আসামী ছিল।

এদিকে আজ ঢাকা বিভাগের সব জেলাগুলোতে মোট ২৯ জন কয়েদীকে মুক্তি দেয়া হয়েছে।