টাঙ্গাইলে দুঃস্থদের মাঝে র্যাবের খাদ্য বিতরণ


টাঙ্গাইলে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টাঙ্গাইল র্যাব-১২।
আজ রবিবার (১০ জানুয়ারি) র্যাব সেবা সপ্তাহ উপলক্ষে র্যাব-১২ এর উদ্যোগে বেবিষ্ট্যান্ড, মাওলানা ভাসানী হল এবং শহরের বিভিন্ন প্রান্তে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ প্রসঙ্গে র্যাবের কোম্পানী কমান্ডার মো. এরশাদুর রহমান বলেন, র্যাবের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এমন জনসেবামূলক কর্মসূচী অব্যাহত থাকবে।