কালিহাতী পৌরসভায় নৌকার মাঝি হতে চান শরীফ আহামেদ রাজু

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১০:২৩ পিএম, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১ | ৪৯৮

আসন্ন টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে আছেন। এরমধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহামেদ রাজু নৌকার মাঝি হতে চান। তিনি দুঃসময়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মনোনয়ন পেতে তিনি পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের সাথে মতবিনিময়, দোয়া ও সমর্থন চাচ্ছেন। সেইসাথে দলের উর্ধ্বতন নেতাদের নিকট দৌঁড়ঝাপ করছেন।

শরীফ আহামেদ রাজু বলেন ২০০১ সালে বিএনপি-জামায়াত শাসনামলে একাধিক মামলা, ৪ বার গ্রেফতার এবং ২ বার ডিটেনশনে ছিলাম। ২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামী লীগের জনসভায় বর্বর গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা। সেই জনসভায় ছাত্রলীগের একজন কর্মী হিসেবে অংশগ্রহণ করে স্প্রিন্টারের আঘাতপ্রাপ্ত হই। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় পর দলীয় কর্মকান্ডে সামনে থেকে অংশগ্রহণ করছি। স্থানীয় ও জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে শ্রম ঘাম দিচ্ছি।

তিনি আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি মানুষের কল্যাণে। দুঃসময়ে অনেক জুলুম নির্যাতন সহ্য করে জীবন বাজি রখে দলের কাজ করেছি। আশা করি অতীত ও বর্তমান মূল্যায়ন করে দল আমাকেই মনোনয়ন দিবে। মেয়র হলে কালিহাতীকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করবো।