কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৯ এএম, রোববার, ১৫ জুলাই ২০১৮ | ৪১৩

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী কোচের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এসময় মটরসাইকেলে থাকা আহত আবদুল মোমিন (৪২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার(১৪ জুলাই) উপজেলার নয়মাইল এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে পুলিশ মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখার সময় হানিফ পরিবহনের একটি কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

প্র জানান, শাজাহানপুর থানার এসআই শাহজাহান উপজেলার নয়মাইল স্ট্যান্ডের দক্ষিণে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখছিলেন। এ সময় ফুলকোট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে প্রবাসী আনোয়ার হোসেন ও প্রতিবেশী ওয়াহেদ আলীর ছেলে মোমিন মোটরসাইকেলে করে শেরপুর উপজেলার দিকে যাচ্ছিলেন।

মোমিন মোটরসাইকেল চালাচ্ছিলেন আর আনোয়ার পেছনে বসেছিলেন। পুলিশ তাদের থামার সংকেত দিয়ে মহাসড়কের পশ্চিম পার্শ্বে যেতে বলে। বাইক থামিয়ে পশ্চিম পার্শ্বে যাওয়ার চেষ্টা করলে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী হানিফ পরিবহনের একটি কোচ ধাক্কা দেয়। এতে আনোয়ার ও মোমিন মহাসড়কের পাশে ছিটকে পড়েন।

কোচ ওই মোটরসাইকেল টিকে হেচকাটানে প্রায় ২৫০ মিটার দূরে যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার গ্যাস কোম্পানি পর্যন্ত নিয়ে যায়। এতে মোটরবাইকে আগুন ধরে যায়।

এসআই শাহাজাহান পুলিশের গাড়িতে আহত আনোয়ার ও মোমিনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা বাইকের আগুন নিভিয়ে ফেলেন। পরে আনোয়ার সেখানে মারা যান।

এসআই শাহজাহান দাবি করেন, তারা ওই মোটরসাইকেল থামতে সংকেত দেননি। দুর্ঘটনাস্থল থেকে একটু দূরে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখছিলেন।

এ ঘটনায় ঘাতক কোচটিকে অাটক করতে পারেনি পুলিশ।