মির্জাপুরে সমাজসেবা দিবসে সুদমুক্ত ঋণ বিতরণ


টাঙ্গাইলের মির্জাপুরে আলোচনাসভা ও ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খাইরুল ইসলাম প্রমুখ।
পরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে পল্লি মাতৃ কেন্দ্র কার্যক্রমের আওতায় ২৫ জন দরিদ্র নারীকে ১০ হাজার টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।