বাইডেনের জয় নিশ্চিত করল ইলেক্টোরাল ভোট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | ৪৫৪

আনুষ্ঠানিকভাবে ইলেক্টোরাল কলেজ ভোটেও জয় নিশ্চিত করলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। জয় নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাইডেন বলেছেন, ‘এবার পৃষ্ঠা ওল্টানোর সময়’। এই ভোটে যুক্তরাষ্ট্রের ‘জনগণের ইচ্ছের জয়’ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গেল ৩ নভেম্বর ভোটে ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছিলেন; যেখানে ট্রাম্প পেয়েছিলেন ২৩২টি। বিশ্বের অন্যতম জটিল নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে সাধারণ ভোটাররা তাদের ভোটের মাধ্যমে মূলত ‘ইলেকটরদের’ নির্বাচিত করেন। নির্বাচনের কয়েক সপ্তাহ পর এই ইলেকটররা আনুষ্ঠানিকভাবে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করেন। তবে নির্বাচনের সময়ই সাধারণ ভোটারদের ভোটেই স্পষ্ট হয়ে যায় কে কত ইলেক্টোরাল ভোট পাবেন। তবে এক প্রার্থীর পক্ষে ভোটে নির্বাচিত ‘ইলেক্টর’ চাইলে তার মত পাল্টে অন্যপ্রার্থীকে ভোট দিতে পারেন। সেক্ষেত্রে তিনি ‘গাদ্দার’ হিসেবে পরিচিতি পান। ইতিহাসে খুব বেশি এমন উদাহরণ পাওয়া যায় না। তবে এবারের নির্বাচনে শুরু থেকেই ট্রাম্পের নানান ‘টালবাহানায়’ আনুষ্ঠানিক ইলেক্টোরাল ভোটও বেশ গুরুত্ব পেয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ডেলাওয়্যার রাজ্যে নিজ শহর উইলমিংটন থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ‘ধাক্কা, পরীক্ষা ও হুমকি’ দেওয়া হয়েছে। তবে এটি (গণতন্ত্র) যে ‘দৃঢ়, সত্য ও শক্তিশালী’ তা প্রমাণিত হয়েছে।

আনুষ্ঠানিক ভোটের ফলাফল রাজধানী ওয়াশিংটন ডিসিতে পাঠানো হবে। কংগ্রেসের যৌথ অধিবেশনে আগামী ৬ জানুয়ারি এ ফল আনুষ্ঠানিক গণনা হবে। ওই অধিবেশনে সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এই অধিবেশনই বাইডেনের শপথ নেয়ার পথ তৈরি করবে।সব ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার কথা রয়েছে।