রংপুরের এক যুবকের লাশ উদ্ধার

এম হামিদুর রহমান লিমন, রংপুর
প্রকাশিত: ০৯:০৭ পিএম, রোববার, ২৫ অক্টোবর ২০২০ | ৪৭১

রংপুরে সদর উপজেলার চনন্দপাট ইউনিয়নের বাবুর হাটে বাঁশ ঝাড়ের পাশ থেকে আনোয়ার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত আনোয়ার চনন্দপাট ইউনিয়নের বাবুর হাট গ্রামের সাইদার মিয়া (৭৫) এর ছেলে।

এক প্রত্যক্ষদর্শী জানায় দুপুরে ধান ক্ষেত্র দেখতে গিয়ে দেখি ধান ক্ষেত্রের পাশে বাঁশ ঝাড়ে একটি লোক শুয়ে আছে। কাছে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি ভয়ে পেয়ে চেয়ারম্যানকে খবর দেই। চেয়ারম্যান পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে আমরা লাশটি ভাল ভাবে দেখে চিনতে পারি সে এই গ্রামের সাইদার ছেলে আনোয়ার ।

আনোয়ারের মা জানায় এই বছরের আনোয়ারের বিয়ে হয় একই গ্রামের বেল্লাল মিয়া (৫৬) এর মেয়ে বেবী নাজনীনের (১৮) সাথে। কিন্তু তাদের পারিবারিক সমস্যার কারণে দু পরিবারের মধ্যে দন্ড হয়। আর সেই দন্ডের জের ধরে আবু বক্কর সিদ্দিক (৬৫), বেল্লাল মিয়া(৫৬) সহ তার ভারাটিয়া সন্ত্রাসীবাহিনীরা আমার ছেলেকে মেরে ফেলেছে।

তিনি আরো বলেন, গতকাল ইউনিয়ন পরিষদে বিচারের জন্য ডাকা হলে দুইপক্ষ উপস্থিত হলে পুলিশ ও বিচারকরা শনিবারের কথা বলে। আমরা রাজি হয়ে আসতেছি তখন আমার ছেলের বৌ বেবি নাজনিন আমার ছেলেকে বলে তোকে মেরে ফেলব তোকে খেয়ে ফেলব বলে হুমকি দেয়। সেই দিন রাতেই আর বাড়ি ফেরেনি আনোয়ার আর পরেদিন তার লাশ পাওয়া যায়।

বেবি নাজনিন বলেন, আমরা উপর ও আমার পরিবারের উপর খুনের যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কে বা কারা মেরেছে আর আমাদের উপর দোষ চাপাচ্ছে। আমি এই সম্পর্কে কিছু জানি না বলে দাবি করেন বেবি।

৩ নং চন্দন পাট ইউপির চেয়ারম্যান আমিনার রহমান বলেন, আমার নির্বাচিত হবার ৫ দিনের মাথায় আমার ইউনিয়নের যে ঘটনা ঘটেছে এটা মর্মান্তিক। সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এস আই মনিরুজ্জামান লিখন বলেন, আমাকে চেয়ারম্যান সাহেব প্রায় দুপুর দুইটার দিকে মুটো ফোন জানায় যে বাবুর হাটে পাশে একটা যুবকের লাশ পাওয়া গেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি এক যুবকের লাশ পড়ে আছে।

অতিরিক্ত পুলিশ সুপার,রংপুর (এ- সার্কেল) আবু তৈয়ব মোহাম্মাদ আরিফ হোসেন জানান, প্রাথমিকবাবে সাত জনকে সন্দেহবাজন জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেওয়া হয়েছে। তবে এর সুষ্ট তদন্ত করেই আমরা আসল অপরাধীকে খুব তারাতারি আইনের আওতায় না হবে বলে জানান তিনি।