মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৮ পিএম, রোববার, ২৫ অক্টোবর ২০২০ | ৭৪৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে মহাসড়কের কদিম ধল্যা নামক স্থান থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন মির্জাপুর উপজেলার সাটিয়াচোরা গ্রামের হারুন (২২), পাকুল্যা গ্রামের রবিন (২৫), দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের রাজ্জাক (২৪), মির্জাপুর পৌর এলাকার শাহীন (২৫), টাঙ্গাইলের তিলাবাড়ির জাফর (২৬) এবং টাঙ্গাইল সদরের কামরুল (২৫)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে এস আই বাশারের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্যা নামক স্থানে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাতকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তারা একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামী। চক্রটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং বিভিন্ন আঞ্চলিক সড়কে ব্যারিকেট দিয়ে যানবহনের যাত্রী ও চালকদের জিম্মি করে মালামাল ও নগদ টাকা লুটে নেয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, আটক ডাকাত দলের সদস্যদের নামে প্রচলিত আইনে মামলার পর জিঞ্জাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে।