মির্জাপুরে করোনা যুদ্ধের সৈনিক করেনায় আক্রান্ত


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট করোনা যুদ্ধের অন্যতম সম্মুখ সৈনিক ইজাজুল হক করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার সন্ধায় এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। ইজাজুল হক নিজ বাড়িতে আইসোলেসনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।
ইজাজুল হক বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বৃহস্পতিবার তার নমুনা টাঙ্গাইলের বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার তার করোনা পজেটিব আসে।
ইজাজুল ইতিপূর্বেও তিনবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। চতুর্থবার দেয়া নমুনায় তার করোনা পজেটিব আসে। তিনি মির্জাপুরে করোনা সংক্রমণের শুরু থেকেই স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে আসছিলেন। করোনা যুদ্ধের অগ্রভাগে থেকে তিনি এতদিন লড়েছেন। তিনি এবং তার কয়েকজন সহকর্মী মিলে এপর্যন্ত ২ হাজার ২৮৭ জনের নমুনা সংগ্রহ করেছেন। এরমধ্যে ৫২৭ জনের করোনা পজেটিব আসে। মোট পজেটিব রোগীর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। ইজাজুল তার সুস্থ্যতার জন্য এলাকাবসীর নিকট দোয়া চেয়েছেন।