টাঙ্গাইলে হেরোইনসহ গ্রেফতার  ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ এএম, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮ | ১৬৬৪

টাঙ্গাইল জেলার সদর থানায় কান্দাপাড়া বেবি স্ট্যান্ড রোড়ে বুধবার ২০ জুন সকাল ১১.২০ ঘটিকায় চামড়ার গুদাম-মা কমপ্লেক্স এর সামনে থেকে অভিযান পরিচালনা করে রিপন মিয়া (২৮) নামে এক যুবকে ১০ (দশ) পুরিয়া  হেরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাব।

সে টাঙ্গাইল সদর থানার বেড়াডোমা (পশ্চিমপাড়া) ফরিদ হোসেন এর ছেলে মোঃ রিপন মিয়া (২৮) ৷ বুধবার র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানির কমান্ডার রবিউল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

রবিউল ইসলাম বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় টাঙ্গাইল জেলার শহর এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী হেরোইন সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।