বাসাইলে
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেলে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
মেয়েদের ফুটবল খেলায় উপজেলার কামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারায় সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার গোলটি করে। অপরদিকে ছেলেদের খেলায় ফুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারায় বাসাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, নবনির্বাচিত পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকলিমা চৌধুরী প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।