বৃদ্ধার অসহায়ত্বের কথা শুনে ছুটে গেলেন উপজেলা প্রশাসন


পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, অসহায় এক বৃদ্ধা সালেহা উপজেলার অফিসে এসে কান্না করে জানায়,তার ঘড় ঝড়ে ভেঙ্গে গিয়েছে। ঘরটি মেরামত করার মত সামর্থ তার নেই। হতদরিদ্র সালেহার বাসায় কখনো সুপেয় পানির ব্যবস্থা (টিউবঅয়েল) ছিল না বলেও জানায় এবংকি এই আধুনিক সময়েও তার কুঁড়ে ঘরে বিদ্যুৎ সংযোগও নেই।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বরের) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার এরূপ আবেদন পাওয়ার ১ ঘন্টার মধ্যে তার বাড়ীতে বিদ্যুতের মিটার, ওয়্যারিং এর তার, বাল্ব, বৈদ্যুতিক অন্যান্য সরঞ্জামাদি, টিউবঅয়েল ও পাইপসহ অফিসের গাড়ীতে তাকে নিয়েই ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়নের খালপাড়া গ্রামে গিয়ে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক।
সেখান তারা দেখতে পান দেখা জরাজীর্ণ ও ভঙ্গুর একটি কুড়ে ঘরে শারিরীকভাবে অক্ষম একজন প্রতিবন্ধী বোনকে নিয়ে বসবাস করেন সন্তানহীন বিধবা সালেহা বেগম। বয়সের ভারে কথাবার্তা ও চলাফেরায় সেও প্রায় বুদ্ধি প্রতিবন্ধীদের ন্যায়। দীর্ঘদিন পূর্বে তার স্বামী মারা গেছেন। সম্প্রতি অত্র উপজেলায় কয়েকদিনের ভারি বর্ষণে তার ঘরটি ভেঙ্গে পড়ে যায়। তাৎক্ষনিক তাকে ত্রাণ সহায়তার আওতায় ঢেউটিন দিয়ে ঘর উত্তোলনে সহায়তা করা সহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং টিউবওয়েল স্থাপন ও বৈদ্যুতিক সংযোগের ব্যবস্থা করা হয়।
এছাড়াও সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে তাকে একটি নতুন ঘর তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি প্রদান হয় তাকে।