নাটোরের সিংড়ায় ইউপি সদস্যসহ ১০ জুয়ারি আটক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১০ পিএম, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০ | ৮৪১

নাটোরের সিংড়ায় ইউপি সদস্যসহ ১০ জুয়ারিকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রাম এলাকার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইটালী ইউপির ৪নং ওয়ার্ড সদস্য মকবুল হোসেন, কুমগ্রামের মুকুল হোসেন, জাহিদুল ইসলাম, জিল্লুর রহমান, সিরাজ সরদার, সুনিল চন্দ্র, কলিম সরদার, উজ্জল কর্মকার, ছাতুয়া গ্রামের আরিফ ও ছোট চৌগ্রামের বিশ^নাথ দাস।

এসময় তাঁদের কাছ থেকে নগদ ৮ হাজার ২৫০ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সিংড়া থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।