মুজিববর্ষে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩২ পিএম, রোববার, ১৯ জুলাই ২০২০ | ৪৭৬

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে মির্জাপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসের পক্ষ থেকে এই চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান এবং ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

পরে প্রধান অতিথি আবদুল মালেক ১শ ১৪ জন আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন। পরে অতিথিবৃন্দ আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে একটি নিমের চারা রোপণ করেন।