নাটোরে নকল ইলেকট্রিক তার তৈরীর কারখানার সন্ধান

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৭ পিএম, রোববার, ১৯ জুলাই ২০২০ | ৫০৭

নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকায় নকল ও নিম্নমানের ইলেকট্রিক তার তৈরীর কারখানার সন্ধান পেয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। সেখানে বিপুল পরিমাণ নকল তার ও তার তৈরীর ইলেকট্রনিক মেশিনসহ বিভিন্ন রকম সামগ্রী জব্দ করা হয়েছে।

এনএসআইয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। নাটোর জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএস আই এর উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন জানান,দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে বনবেলঘরিয়া এলাকার  আব্দুল মান্নান এর বাসায় জেআর নামে নকল ও নিম্ন মানের ইলেকট্রিক তার তৈরি করে বাজারজাত করে আসছিল।

বিষয়টি নিশ্চিত হয়ে আমরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নকল তার ও তার তৈরীর মেশিনসহ বিভিন্ন রকমের সামগ্রী জব্দ করা হয়।

পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলার সহকারী পরিচালক মোঃ শামসুল আলমের নেতৃত্বে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নকল তার তৈরীর কারখানার মালিক এসএম আব্দুল মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করে। এসময়  উপস্থিত ছিলেন নাটোর এনএসআই এর এডি মোঃ জাহাঙ্গীর আলমসহ  সদর থানা পুলিশের একটি দল।