নাগরপুরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭ এএম, শুক্রবার, ১৭ জুলাই ২০২০ | ৫৭৪

যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে টাঙ্গাইলের নাগরপুর প্রেস ক্লাবে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নাগরপুর প্রেস ক্লাব কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়া, সাংবাদিক আবু বকর সিদ্দিক, মো. কায়কোবাদ মিয়া ,কে এম সেলিম, মো. শহিদুল হক এলিস, শ্যামল কর্মকার, মো মাসুদ রানা, মতিউর রহমান নজরুল, মো. তোফাজ্জল হোসেন তুহিন, মো.রবিন খান প্রমুখ। সভার শেষে সাংবাদিক মো. হারুন অর রশিদ খানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে শোক জানিয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপি নেতা আ্যড. গৌতম চক্রবর্তী , উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মো.কুদরত আলী।