এসআই নিয়োগে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

আলোকিত প্রজন্ম
প্রকাশিত: ০৭:১২ পিএম, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ৪৫০

বাংলাদেশ পুলিশবাহিনীতে উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) নিয়োগ-২০১৬ এর মানসিক দক্ষতা ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পুলিশ সদর দফতর।

মৌখিক পরীক্ষা শুরু হবে ৩ অক্টোবর। শেষ হবে ১৩ ডিসেম্বর। বাংলাদেশ পুলিশ সদর দফতরে (৬-ফনিক্স রোড, ফুলবাড়িয়া- ঢাকা) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে।

উল্লেখ্য, চলতি বছরের ৩ আগস্ট এসআই নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে সর্বমোট তিন হাজার ৫১৭ জন উত্তীর্ণ হন।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্বের প্রমাণ ও মুক্তিযোদ্ধা সনদসহ সংশ্লিষ্ট কাগজপত্রাদি সঙ্গে আনতে বলা হয়েছে।

মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন এখানে