টাঙ্গাইলে আব্দুল মিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:৫০ এএম, রোববার, ১২ জুলাই ২০২০ | ৪৭০

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামের মো. আব্দুল মিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহমুদুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, আব্দুল হত্যাকারী আব্দুর রশিদ ও লিটন মিয়াসহ হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আসামীদের ফাঁসি দাবি করছি। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। পরে তারা আসামীদের দ্রুত গ্রেফতারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন প্রদান করেন।

উল্লেখ্য, গত ৭ জুন সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে শালিসী বৈঠকে পূর্ব পরিকল্পনা অনুযায়ি আব্দুল মিয়াকে হত্যা করে। পরে ৮ জুন আব্দুল স্ত্রী সুমা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। আসামীরা পলাতক রয়েছে।