টাঙ্গাইলে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন


লক্ষীপুরের হিরামনি আর নেত্রকোনার বারহাট্রার মারুফাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল শাখার নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রতিবাদকারীকে গ্রেফতার নীতির অবসান চাই, ধর্ষকের...কেটে দাও, রাজনীতি করা আমার সাংবিধানিক অধিকার, তবুও হুমকি কেন ?, জনতার অধিকার আমাদের অঙ্গীকার ইত্যাদি শ্লোগান লেখা প্লাকার্ড নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল শাখার সমন্বয়ক মো. আলিফ, কাউছার আহমেদ, প্রিয়ম, আছাদ প্রমুখ। এ সময় সংগঠণটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।