সিংড়ায় সাড়ে চার শতাধিক পরিবারের মাঝে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাংগঠনিক সম্পাদক এ্যাড রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র পরামর্শক্রমে করোনা ও আম্পানে ক্ষতিগ্রস্থ সাড়ে চার শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় পৌর বিএনপির কার্যালয়ে এই ঈদ সামগ্রী উপহার বিতরণের উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা বিএনপির ১নম্বর যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট এম ইউসুফ আলী, সাবেক ডাহিয়া ইউপি চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, সাবেক কলম ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিরাদুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান সাধু, সাবেক যুগ্ম সম্পাদক শাহাদৎ হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের সভাপতি আতাউল গণি পলাশ, সিংড়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।