বৃহত্তর আদালত পাড়ায় স্বেচ্ছাসেবক দলের খাদ্য সামগ্রী বিতরণ


টাঙ্গাইল পৌর শহরের বৃহত্তর আদালত পাড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার ১২ ও ১৪ নং ওয়ার্ডে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক এর উদ্যোগে তিনশতাধিক কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি,সহ-সভাপতি লিটন পাল, সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক রাজিত হাসান নিপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জুয়েল, জেলা ছাত্রদলের সহ- সমাজকল্যাণ সম্পাদক আব্দুল বাতেন,জেলা ছাত্রদল নেতা বেলায়েতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
চলমান এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে জনপ্রতি ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা,১ কেজি পিয়াজ,১কেজি আলু দেয়া হচ্ছে।