বৃহত্তর আদালত পাড়ায় স্বেচ্ছাসেবক দলের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, শনিবার, ২ মে ২০২০ | ৪৪৩

টাঙ্গাইল পৌর শহরের বৃহত্তর আদালত পাড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার ১২ ও ১৪ নং ওয়ার্ডে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক এর উদ্যোগে তিনশতাধিক কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন  ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি,সহ-সভাপতি লিটন পাল, সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক রাজিত হাসান নিপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জুয়েল, জেলা ছাত্রদলের সহ- সমাজকল্যাণ সম্পাদক আব্দুল বাতেন,জেলা ছাত্রদল নেতা বেলায়েতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

চলমান এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে জনপ্রতি ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা,১ কেজি পিয়াজ,১কেজি আলু দেয়া হচ্ছে।