নাগরপুরে ইউ সিসিএ লি. এর একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০১ পিএম, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ | ৪৫০

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (ইউ সিসিএ) লি.নাগরপুর কেন্দ্রীয় সমবায় সমিতির আওতাধীন কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের একদিনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে বিআরডিবি কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, টাঙ্গাইল জেলা বিআরডিবির উপ-পরিচালক মো. আব্দুল খালেক।

এছাড়া উপজেলা বিআরডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, উপজেলা বিআরডিবির হিসাবরক্ষক মো. আনোয়ার হোসেন। এসময় উপজেলার ৩০টি কৃষক সমবায় সমিতির সভাপতি- ম্যানেজারসহ ৩০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করেন।