কৃষিমন্ত্রীর নির্দেশে সেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিল ছাত্র শিক্ষকরা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৩ পিএম, শনিবার, ২ মে ২০২০ | ৪০০

করোনা ভাইরাসে শ্রমিক সংকটের কারনে কৃষি মন্ত্রীর গ্রামের বাড়ী টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি এলাকায় প্রধান মন্ত্রী ও কৃষি মন্ত্রীর নির্দেশে সেচ্ছাশ্রমে গরীব অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছেন সয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

শনিবার ২ মে সকালে সয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ও সিনিয়র শিক্ষক রেজাউল করিম এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম কর্নেল বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রদের নিয়ে সয়া গ্রামের অসহায় কৃষক আ: মালেকের ২ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন- সহ সভাপতি জামিল হোসেন, বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াস হোসেন,  আ: জব্বার, মোজাম্মেল হোসেন, হাবিবুর রহমান, শাজাহান আলী, সোহাগ হোসেন, সাংবাদিক হাফিজুর রহমান প্রমূখ।