দেশে করোনায় আরো ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৪১


গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট ৬০ জনের মৃত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৩৪১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্ত হলো ১ হাজার ৫৭২ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৩৫টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২০১৯টি।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন দেশে তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানায় আইইডিসিআর। এরপর দুজন-তিনজন করে বাড়তে বাড়তে মাস শেষে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় মোট ৫১ জনে। এ মাসের প্রথম সপ্তাহেও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণেই ছিল, তবে দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই ঊর্ধ্বগতিতে বাড়তে থাকে করোনায় আক্রান্তের সংখ্যা।