রংপুরে খাটের নিচে মিলল টিসিবির তেল, আটক ২

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:০১ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | ৫০৩

রংপুরে এক ব্যবসায়ীর বাড়ির খাটের নিচে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের ১ হাজার ২৩৮ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে  মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে এসব তেলের পর দুজনকে আটকও করেছে পুলিশ। আটককৃতরা হলো হানিফ মিয়া ও লাল মিয়া।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন এলাকার ১৭ নং ওয়ার্ডে হানিফ মিয়ার বাসায় অভিযান চালায়। তল্লাশি করে তার বেডরুমের বক্স খাটের ভেতরে থেকে টিসিবি পণ্য ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নগরীর ১৭নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগামাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অবৈধভাবে টিসিবির পণ্য মজুদ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ওই বাড়িতে একটি বক্সখাটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণে টিসিবির তেল উদ্ধার করে ডিবি পুলিশ।

উদ্ধার করা তেলের মধ্যে ২ লিটার ২৫৯টি এবং ৫ লিটারের ১৪৪টি বোতল রয়েছে বলেও জানান তিনি।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ জানান, সরকারি পণ্য কালোবাজারে বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা অনুসন্ধানে নেমেছে পুলিশ।