৬নং ওয়ার্ডে সমাজসেবক
মামুন জামান সজলের উদ্যোগে খাদ্য বিতরণ


করোনা ভাইরাসের কারণে অসহায় ও কর্মহীন টাঙ্গাইল পৌর শহরে নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৪এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহর ৬নং ওয়ার্ডের দক্ষিণ কলেজ পাড়া-লোটারী পল্লী এলাকায় প্রায় ২৫০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার মরহুম আসাদুজ্জামান শাহজাহান সাহেবের সুযোগ্য কনিষ্ট পুত্র মামুন জামান সজল । তিনি নিজ উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার বাবা একজন সমাজসেবক ছিলেন।এবং তিনিও একজন সমাজসেবক হিসেবে কাজ করছেন। মহামারি দূর্যোগের সময় এই মহান ব্যক্তি মানুষের ঘরে-ঘরে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন। মানুষকে যখন যে ভাবে পারছেন তিনি আর্থিক অনুদানসহ পাশে থাকার চেষ্ঠা করছেন।
এসময় তার বন্ধু-বান্ধব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রত্যেককে ৪কেজি চাউল, হাপ কেজি ডাউল, ১ কেজি আলু, হাপ কেজি পিয়াজ, ১কেজি লবণ এবং সরিশার তেঁল দেওয়া হয়।