কালিহাতীতে মিশ্র প্রতিক্রিয়া

বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতাকে আ’লীগের নোটিশ

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪২ পিএম, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮ | ৬০৩

কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা আওয়ামীলীগ।

গত বছরের ২৯ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল কাদের স্বাক্ষরিত নোটিশে তোতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা চিকিৎসার জন্য ভারতের সিকে বিড়িলা হাসপাতালে গেলে কালিহাতী পৌর বিএনপির নেতা আনছার আলী সিকদার ও পৌর মেয়র আলী আকবর জব্বারের সাথে দেখা-সাক্ষাত হয়।

উক্ত বিএনপির দুই নেতা আগে থেকেই উক্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা দেখা সাক্ষাতের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম তাঁর ফেইসবুকের নিজস্ব আইডিতে প্রকাশ করেন। এই ছবিটিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগ তাকে এই নোটিশ প্রদান করেন এবং পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়।

বীরমুক্তিযোদ্ধা তোতা গত বছরের ৩ ডিসেম্বর উক্ত নোটিশের জবাব প্রদান করেন। নোটিশের জবাবে তিনি বলেন, ‘‘কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বার ও বিএনপির নেতা আনছার আলী সিকদার ভারতে চিকিৎসাধীন ছিলেন। আমি কিছুদিন পর চিকিৎসার জন্য ভারতে গেলে তাদের সাথে ওই হাসপাতালে দেখা হয়। বিষয়টি রাজণৈতিক নয়।

একই এলাকার একই মহল্লার মানুষ হিসেবে সামাজিকতার রক্ষার কারনে কথাবার্তা হয়। কোনো রাজণৈতিক হীন উদ্দেশ্যে এই সাক্ষাত নয়।’’ প্রথম দফা নোটিশের জবাব দেওয়ার পর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, এবিএম নুরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম ও দপ্তর সম্পাদক আব্দুল কাদের স্বাক্ষরিত দ্বিতীয় দফায় নোটিশ প্রদান করা হয়।

এই নোটিশে বিএনপির নেতা আনছার আলী সিকদারকে রাজাকার ও কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বারকে স্বাধীনতার চেতনার বিরোধী উল্লেখ করা হয় এবং আনছার আলী সিকদারের সাথে তোতার ব্যবসা-বাণিজ্য করার অভিযোগ আনা হয়। দ্বিতীয় দফার নোটিশের জবাবে বীরমুক্তিযোদ্ধা তোতা নিজেকে নির্দোষ দাবী করে বলেন, আমি কোনো সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত নই।

উপজেলা আ’লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্ত না নিয়ে নিম্ন পদধারীরা কিভাবে আমার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে তা আমার বোধগম্য নয়। একটি কুচক্রী মহলের ইশারায় উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত ব্যতীত এই নোটিশ গঠনতন্ত্র ও সংগঠন বিরোধী।

জানা যায়, কালিহাতী পৌরসভার বেতডোবা গ্রামে স্থায়ীভাবে বসবাসকারী বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি. কম, উপজেলা বিএনপির নেতা আনছার আলী সিকদার একই সমাজভুক্ত।

দীর্ঘদিন আনছার আলী বি.কম ও আনছার আলী সিকদার পালাক্রমে ঐ সমাজের সভাপতি ছিলেন। বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা একই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি। সামাজিক কারনে তাঁদের পারস্পরিক সম্পর্ক বলে জানা যায়। এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা সাংবাদিকদের জানান, ‘একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, ভারতে কুখ্যাত রাজাকার আনছার আলী সিকদার ও কালিহাতী পৌর বিএনপি’র সভাপতি আলী আকবর জব্বারের সাথে গোপনে মিটিং করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়ায় আমাদের কাছে একটি অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করা হয়।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম এর সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি ।

উল্লেখ্য, এ শোকজের বিষয়টি নিয়ে কালিহাতীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।