টিফিনের টাকা বাঁচিয়ে করোনা প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণ


নাটোরে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসেচতনতা বৃদ্ধি ও সতর্কতামূলক নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ, নাটোর জেলা শাখার পক্ষ থেকে এ লিফলেট বিতরণ কার্যক্রম করা হয়।
সোমবার সকালে শহরের নীচাবাজার, স্টেশন বাজার, মাদ্রাসা মোড়, বড়হরিশপুর, ফুলবাগান ও কানাইখালীসহ বিভিন্ন এলাকায় সহস্রাধিক লিফলেট বিতরন করা হয়। এসময় লাল-সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা শাখার সভাপতি শেখ রিফাদ মাহমুদ এর নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আশফিক সরকার মৃদুল, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান সাদি, সাংস্কৃতিক সম্পাদক মাহাফুজুর রহমান, উপ অর্থ সম্পাদক মাহফুজুর রহমান রনি, প্রচার সম্পাদক হাসিব মাহমুদ, সদস্য সাব্বির হোসেন সহ অন্যান্য সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা ও নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল্লাহ সাইদ সহ বিভিন্ন সুধী ও সচেতন মহলের বিভিন্ন মানুষ। এসময় তারা ৩ সদস্যের দলে ভাগ হয়ে কার্যক্রম টি পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম বলেন, এই মূহুর্তে টিফিনের টাকা বাঁচিয়ে সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।
তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন। লাল সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা সভাপতি শেখ রিফাদ মাহমুদ বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সচেতনার মাধ্যমেই করোনা প্রতিরোধ করা সম্ভব। তিনি আরোও জানান, নাটোরের অন্যান্য উপজেলাতেও টিফিনের টাকা বাঁচিয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে লিফলেট বিতরণ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত লাল সবুজ উন্নয়ন সংঘ শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে ৪৫ জেলায় লাল সবুজ উন্নয়ন সংঘ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম পরিচালিত করে আসছে। তারমধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, ঈদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, মাদক-বাল্যবিবাহ-জঙ্গিবাদ বিরোধী সভা ইত্যাদি।