নাটোরে বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ ১৫ জন গ্রেফতার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৮ এএম, শনিবার, ২০ এপ্রিল ২০১৯ | ৪৪৯

নাটোরে বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ ১৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতব্যাপী একটি অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

পরে গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হরা। নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের নির্দেশে মাদক ব্যাবসায়ী ও মাদকসেবীদের ওপর ডিবি পুলিশের বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫জন মাদক সেবী ও ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে কিছু পরিমান গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও হিরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।