ভূঞাপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে আলোচনা সভা

ভূঞাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:২২ পিএম, শনিবার, ৭ মার্চ ২০২০ | ৪৯৬
টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী হাই স্কুলে৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার বিদ্যালয়ের প্রাতহিক সমাবেশ শেষে সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতি সার্কেল অফিসার রাসেল মনি।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।
 
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু বিনয় কৃষ্ণন বসাক, ট্রেড ইনস্টাক্টর লতিফ তালুদার। এসময় শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলন।