টাঙ্গাইল স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


টাঙ্গাইল স্কুল এ্যান্ড কলেজ (ঞঝঈ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী রবিবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ও হাজী আবুল হোসেন ট্রাস্ট এর চেয়ারম্যান আলহাজ¦ মো. ছানোযার হোসেন।
প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. বজলুর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার মো.শফিকুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার গোলাম আহাদ, হ্যাবিট এর অধ্যক্ষ অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, টাঙ্গাইল কলেজ এর অধ্যক্ষ নরুল ইসলাম মিয়া,আকরাম হোসেন কিসলু প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজির সকল কর্মকর্তা ও টাঙ্গাইল স্কুল এ্যান্ড কলেজের সকল ছাত্রছাত্রী ও অভিবাভকবৃন্দ।