কারেন্ট ট্রেন্ডস ইন বায়ো ইনফরমেটিক্স্’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৭ পিএম, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | ৫৯১

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে বাউয়েটের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘কারেন্ট ট্রেন্ডস ইন বায়ো ইনফরমেটিক’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. শামিম আহমদ প্রধান রিসোর্সপারসন হিসেবে সেমিনার পরিচালনা করেন।

তিনি বায়ো ইনফরমেটিক এর সাম্প্রতিক পরিবর্তন, প্রযুক্তি ও প্রকৌশল উন্নয়ন, ক্ষেত্র, বিভিন্ন গবেষণার গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উপস্থাপন করেন। 

বাউয়েটের আইসিই বিভাগের প্রভাষক মোঃ জিহাদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিই বিভাগের বিভাগীয় প্রধান- প্রফেসর ড. রুবাইয়াত ইয়াসমিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ।

অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমন্ত্রিত অতিথিকে ধন্যবাদ জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন।