বিদেশী রিভলবার ও গুলিসহ এক যুবককে আটক করেছে টাঙ্গাইল র্যাব-১২


বিদেশী রিভলবার ও ১০ রাউন্ড গুলিসহ শাহজাহান আলী প্রামানিক নামের এক অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে টাঙ্গাইল র্যাব-১২।
আটক শাহজাহান পাবনা জেলার সদর থানার মুকন্দপুর গ্রামের গোলাপ প্রামানিকের ছেলে।
বুধবার ৫ ফেব্রুয়ারী সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোর রাতে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা জেলায় সদর থানার মুকন্দপুর গ্রামের অভিযান চালিয়ে মো. শাহজাহান আলী প্রামানিক (৪৮)কে দুটি বিদেশী রিভালবার, ১০ রাউন্ড গুলি সহ আটক করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে পাবনা জেলার সদর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে তিনি সরবরাহ করে।