লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকার উদ্যোগে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ


টাঙ্গাইলে লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকার উদ্যোগে অটিস্টিক শিশু ও অসহায় মানুষদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শহরে দিঘুলীয়া ৪ নং ওয়ার্ডে লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকার সভাপতি লায়ন মাহমুদা সুলতানা মিরার উদ্যোগে শিশুদের মাঝে এ উপহার সামগ্রী বিতারণ করা হয়।
উক্ত সেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ ছানোয়ার হোসেন, লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকার জেলা গভর্নর জেলা ৩২৫ এ২ লায়ন মোহাম্মদ ফখরুদ্দীন পিএমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ জালাল আহমেদ এমজেএফ,পিডিজি লায়ন এএফএস রইস আহমেদ এমজেএফ, পিডিজি লায়ন ড. শরিফুল ইসলাম রিপন পিএমজেএফ, রিজিওন ডিরেক্টর (ক্লাব) লায়ন ড. ফারহানা আহমেদ এমজেএফ, রিজিওন ডিরেক্টর হেডকোয়ার্টার ও লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকার প্রতিষ্ঠাতা লায়ন ফাহমিদা আহমেদ এমজেএফ,ডিজি টিম সহ জেলার অন্যান্য লায়ন এবং লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকার অন্যান্য লায়ন ও লিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেবা কার্যক্রমটি পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকার সেক্রেটারি লায়ন আবু মোহাম্মদ ফজলুল করিম।
এসময় ৮০ জন অটিস্টিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ,বস্ত্র,খেলনা সামগ্রী, হুইল চেয়ার এবং ১৫০ জন অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র, ১৫০ জনকে কম্বল ও ৭০ জনকে ছাতাসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।